রবিদাসদের ১১দফা দাবীতে বগুড়ার সোনাতলা উপজেলা বিআরএফ এর আলোচনাসভা ও স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশের অনগ্রসর প্রায় ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর প্রানের ১১ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অফিসার ইন চার্জ (ওসি) সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। অদ্যই ০৯ মে ২০১৮ বুধবার দুপুর ২টায় এ উপলক্ষ্যে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- সোনাতলা উপজেলা শাখার সভাপতি নির্মল রবিদাস।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন-সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম লিটন, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাস, দপ্তর সম্পাদক নেপাল রবিদাস। উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, ক্রিড়া সম্পাদক মাহমুদুর রশিদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক রিমন আহমেদ বিকাশ, সদস্য মোস্তাফিজুর রহমান পিন্টু।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন রবিদাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফোরামের সারিয়াকান্দি উপজেলা শাখার অর্থ সম্পাদক বিনয় রবিদাস, সোনাতলা উপজেলা শাখার উপদেষ্টা কৃষ্ণ রবিদাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত রবিদাস, সহ সভাপতি স্বপন রবিদাস, নন্দলাল রবিদাস, সহ সাধারণ সম্পাদক সাধন রবিদাস, অর্থ সম্পাদক রতন রবিদাস, দপ্তর সম্পাদক দিপক রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক চন্দ্রনাথ রবিদাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রতন রবিদাস, আইন ও বিচার বিষয়ক সম্পাদক চন্দন রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শান্তনা রবিদাস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জীবন রবিদাস, ত্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন রবিদাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কনক রবিদাস, কার্যনির্বাহী সদস্য বিমল রবিদাস, প্রদীপ রবিদাস, দিলিপ রবিদাস, মহন্ত রবিদাস, মংলা রবিদাস, সন্তলাল রবিদাস, প্রদীপ চন্দ্র রবিদাস, তুলারাম রবিদাস, গণেশ রবিদাস, শ্রাবন রবিদাস, সুমন রবিদাস, আপন রবিদাস, সোনালাল রবিদাস প্রমুখ।

সভায় বক্তারা চির অবহেলিত রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় সরকার সংশ্লিষ্টদের আন্তরিকতার সহিত মানবিকভাবে বিবেচনাপূর্বক রবিদাসদের ১১দফা দাবী মেনে নিতে অনুরোধ জানান। একইসাথে আগামী জুলাই মাসে সোনাতলায় “২য় জাতীয় রবিদাস সম্মেলন-২০১৮” এ সারাদেশের সহস্রাধিক রবিদাস জনগোষ্ঠীর জমায়েতের মাধ্যমে গণ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!