রাণীরবন্দরে গ্রাম বিদ্যুতবিদ কল্যাণ সমিতির উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে অর্থ প্রদান

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের রাণীরবন্দরে গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির উদ্যেগে ক্ষতিগ্রস্থ বন্যাত একটি পরিবারকে বসত-বাড়ি পূনবার্সনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে রাণীরবন্দরে গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির অফিসে বাষিক আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতি মো: মাহাবুব রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর-খানসামা রাণীরবন্দর জোনাল অফিস-পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক তোফিকুল রহমান মিন্টু। তার উপস্থিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ওই সমিতির সদস্য মো:আজিজার রহমানকে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এ সময় এলাকা পরিচালক তোফিকুল রহমান মিন্টু বলেন, সহায়তার জন্য যে কোন সংগঠনের জন্য এটি একটি মহতি উদ্যেগ। এভাবে সমাজের বিত্তশালীরা বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসলে একটি বন্যার্ত পরিবারও অসহায় থাকবে না। গ্রাম বিদ্যুতবিদ কল্যান সমিতির ১১ জন কার্যকারী সদস্য এবং ২৯ জন সাধারন সদস্যসহ মোট ৪০ জন সদস্য আছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!