সেলিনা জাহান প্রিয়ার কবিতা- শহর খোঁজে

 

 

শহর খোঁজে
— সেলিনা জাহান প্রিয়া
একটা শহর খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শহর খোঁজেই যেন এ জীবনযাপন।
বুকের ভেতর ক্ষতের বুনন নিয়ে চলছে জিবন
তবুও দীর্ঘশ্বাস আর আসে না পথ হারা মানুষের ।
একেকবার নিমজ্জিত হই ধূসর অন্ধকারের পথে পথে
আবার মায়ার টানে জ্বলে উঠি তীব্র বেচে থাকার জন্য।
আমার কি কোনো কথা ছিলো অচেনা কোন শহরের
অপ্রকাশিত কোনো কথা হ্যামিলনের বাঁশির মতো !
একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে পথের দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ পথিকের জীবনযাপন।
আমার স্মৃতি হয়ে যাওয়া অস্থিরতার সুতীক্ষ্ণ চিৎকারে
অবশ অনুভূতির বর্তমান নগরে মুখ থুবড়ে পড়ে।
ব্যার্থ বাসনার গান, গ্লানির পৃথিবী ঠেলে এগিয়ে চলেছি
রোদে পোড়া জ্যোৎস্নায় ভিজে ভিজে একটা জীবন !
শুধুমাত্র একটা শহর খোঁজে, নতজানু হয়ে –
একটা শহর খোঁজেই কেটে গেলো একটা জীবন।
যে শহরের অলি গলিতে আজো মিশে আছে
তোমার গায়ের গন্ধ এলো মেলো চঞ্চল হাসি।
টিএসসি শাহবাগ কিংবা রমনার বকুলতলা
সোহরাওয়ার্দির মুখোরিত সন্ধা গুলো।
এমন একটা শহর খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
সবই আজো সিনেমার মতো চোখের পর্দায় ভাসে।
সারা রাত নৌকায় শুয়ে দু’জনে ভাসতে ভাসতে
জোছনা বিলাস করে টোনাটুনির ঘর বাঁধবো স্বপ্ন ।
আফসোস নেই আমার – তোমাকে ভেবে শহর খুজি
অতি প্রাচুর্যতায় জীবন প্রলেপিত হয় নি বলে,
রোবট আর যন্ত্রে জীবন নিয়ন্ত্রণহীন হয় নি বলে।
আবেগ সহনাভূতি এখনো এখানে হারায় নি বলে,
আধুনিকতায় মৌলিক অনুভূতি বিসর্জিত হয় নি বলে।
জন্মেই যে মাটির গন্ধ পেয়েছিলাম বলে,
পেয়েছিলাম অবিলম্বে এক দারুণ পৃথিবীর
সদ্য অঙ্কুরিত জীবনে লেগেছিল ধূলো, জল
আফসোস আমার–
প্রাপ্তির খাতায় এক নিদারুণ শূন্যতা রয়ে যায়
একটা শহর খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শহর খোঁজেই যেন এ জীবনযাপন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!