শাহজালাল বিমানবন্দরে অব্যবস্থাপনার শিকার সোহেল তাজ

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনার শিকার হলেন গাজীপুর-৪ অঅসনের সাবেক সাংসদ ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ। বিমানবন্দরে তার অনুমতি ছাড়াই তার স্যুটকেসের লক ভেঙে তল্লাাসী চালানো হয়েছে বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন তিনি।

২৩ অক্টোবর সকালে দেওয়া ওই ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেন , ‘ঢাকা বিমানবন্দরের কেউ একজন অামার অনুমতি ছাড়াই আমার স্যুটকেসের লক ভেঙে তল্লাসী চালিয়েছে। স্যুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা বই ছিল। ২২ অক্টোবর আমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ করি এবং আমার স্যুটকেসটি খোলা অবস্থায় পাই। স্যুটকেসের উপর স্পষ্ট করে আমার নাম লেখা ছিল।’

সোহেল তাজের এ স্ট্যাটাসের নিচে বিমানবন্দরের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!