সৌদিতে রোজা ২৯ টি

 

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রমজান মাস প্রায় শেষের পথে। আর কদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে উৎসবটি উদযাপনের তোড়জোড় শুরু হয়েছে সৌদি আরবে।

এদিকে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছর রমজান মাস ২৯ দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে। এতে খালি চোখে বা দুরবীনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে।

তবে ২৯ রমজানেই চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের এ ধারণা সত্যি হলে আগামী ২৫ জুন ঈদ অনুষ্ঠিত হবে সৌদিতে।

ইতিমধ্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!