সড়কে নিয়ম পথচারীদেরও মানতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পথচারীরা যেন নিয়ম জানে ও মানে, সেজন্য জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পরপরই গাড়িচালককে না পিটিয়ে আইনের হাতে সোপর্দ করতেও বলেন।

বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকার সড়কে ট্রাফিক আইন না মেনে পথচারীদের পারাপারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার এই কথাগুলো অনেকে পছন্দ করবেন না, কিন্তু যা বাস্তব, তাই বলছি।

রাস্তায় চলার নিয়ম আছে, সেটা আমরা কতটা মানি? একটা গাড়ি দ্রুতগতিতে আসছে, আমরা হাত একটা তুলে রাস্তায় নেমে গেলাম, যারা পথচারী তাদেরও কিছু রুলস জানা দরকার, মানা দরকার।

শেখ হাসিনা বলেন, আপনি বাসে চড়ে যাচ্ছেন, কেন আপনি হাত বের করে যাবেন?

আপনারা (সাংবাদিক) যার হাত গেল, তার জন্য কান্নাকাটি করছেন; কিন্তু সে যে নিয়ম মানছে না, সে কথা তো বলছেন না।

সড়ক পারাপারে পথচারীদের আইন মানার ক্ষেত্রে সচেতনতা তৈরিতে বেসরকারি গণমাধ্যমগুলোকেও প্রচার চালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যারা পথে পারাপার হয়, তারাও নিয়ম মানে কি না, সেদিকে আপনারা একটু দেখেন।

পথচারীদের পাশাপাশি মোটর সাইকেল চালানো এবং গাড়িতে বসার সময়ও অনেকের অসচেতন থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। হেলমেট ছাড়া মোটর সাইকেলে এবং সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়াও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সড়ক দুর্ঘটনা হলেই আইন হাতে নিয়ে চালককে মারধর না করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে আইন অনুযায়ী দায়ী চালকের শাস্তির কথা বলেন তিনি।

সড়ক পরিবহন আইনটি প্রণয়নের প্রক্রিয়া চলার কথাও জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!