গোপালপুরের হেমনগর ইউপি’র উন্মুক্ত বাজেট অধিবেশন

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শক্তিশালী, কার্যকর ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১টায় পরিষদ ভবনে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও হেমনগর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান রওশন খান আইয়ুব এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য মোট ৮৫ লাখ টাকা আয়, ৮৪ লাখ ৫২ হাজার ০৯ শত ১৭ টাকা ব্যয় ও ৪৭ হাজার ৮৩ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট উপস্থিত জনগণের সামনে উপস্থাপন ও পূর্ববর্তী ২০১৫-২০১৬ বছরের প্রকৃত আয়, চলতি ২০১৬-২০১৭ বছরের বাজেট বা সংশোধিত বাজেট ও পরবর্তী ২০১৭-২০১৮ বছরের বাজেট সংবলিত লিখিত ফরম সকলের মাঝে বিতরণ করেন।
এসময় বাজেট সংক্রান্ত বিষয়ক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, আজমত আলী ও মোহাম্মদ আলী, নারুচি স্কুল এন্ড কলেজের প্রভাষক নাসির উদ্দিন তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. শাহাদত হোসেন, সমাজ সেবক নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আ. হাই, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, ইউপি সদস্য নাছিমা বেগম, নাজমা খাতুন ও মির্জা গোলাম মওলা প্রমূখ। উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সাধারণ জনগণ ও এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!