চকবাজারে আগুন, হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ঢালা হচ্ছে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও আগুন নেভাতে কাজ করছেন।

জানা গেছে, আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে পুলিশের দুটি জলকামান থেকেও পানি দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ভবনের ওপর থেকে হেলিকপ্টার থেকেও পানি ঢাকা হচ্ছে বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পর আগুন দ্রুত আশেপাশের একাধিক ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!