ইতিহাসের এই দিনে: ১৪ মে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১৪ মে, ২০১৭, রবিবার। ৩১ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৫তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৯১২ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৫৭৫ খ্রিস্টাব্দের এই দিনে এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।

১৬৪৩ খ্রিস্টাব্দের এই দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।

১৭৯৬ খ্রিস্টাব্দের এই দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টীকা দানে সফলতা অর্জন করেন।

১৮১১ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথমবারের মতো মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে অলিম্পিক অনুষ্ঠিত হয়।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে ওয়ারশ চুক্তি সম্পাদিত হয়।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাবকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে নেলসন মেন্ডেলার স্ত্রী উইনি মেন্ডেলা অপহরণের দায়ে ৬ বছরের সাজা পান।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

২০১৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জন্ম

১৭৭১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন জ্যাক ব্ল্যাকহাম, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন সালভাদর দালি, খ্যাতিমান স্পেনীয় চিত্রকর।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন আইয়ুব খান, পাকিস্তানী সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন চিত্রপরিচালক মৃণাল সেন।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন হলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জর্জ লুকাস। তিনি স্টার ওয়ার্স, ইন্দিয়ানা জোন্স পরিচালনা করেন।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন হলিউড তারকা কেট ব্লানচেট।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

মৃত্যু

১৭৩৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান রসায়নবিদ আর্নেস্ট স্টাল।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গের মৃত্যু।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন শহীদ বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বীর বিপ্লবী।

১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক হেনরি রাইডার হ্যাগার্ড এর্ মৃত্যু।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অ’স্ট্রেলীয় চিত্রশিল্পী উইলিয়াম ডোবেল।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ঔপন্যাসিক প্রভাবতী দেবী

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কথাশিল্পী শওকত ওসমান।

২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!