ইতিহাসের এই দিনে – ১৭ ফেব্রুয়ারি

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘটনাবলী

  • ১৬১৮ সালের এই দিনে সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
  • ১৮৫৯ সালের এই দিনে কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা ‘পূণির্মা’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৫ সালের এই দিনের সন্ধ্যায় প্রচন্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকুলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশিত হয়।
  • ১৯৫২ সালের এই দিনে বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, বৃটেন পরমাণু বোমা তৈরি করেছে।
  • ১৯৯০ সালের এই দিনে পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়।
  • ১৯৯৬ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত হয়।

জন্ম

  • ১৭৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হেয়ারে, তিনি ছিলেন বাংলায় ইংরেজী শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।
  • ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো স্টার্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
  • ১৮৫৬ সালের এই দিনে ছবি মুদ্রনের হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক ফেডারিক ইউজেন আইভস জন্মগ্রহণ করেন।
  • ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোনাল্ড ফিশার, তিনি ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিসিয়া রত্লেজ, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেনডা ফ্রিচকের, তিনি আইরিশ অভিনেত্রী।
  • ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডডিএ স্টিভেনস, তিনি আমেরিকান গায়ক।
  • ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলি ক্রনহারডট, তিনি জার্মান ফুটবল খেলোয়াড়।
  • ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি এডওয়ার্ডস, তিনি ইংরেজ অভিনেতা।
  • ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরাল্ড সিড, তিনি ফরাসি ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

মৃত্যু

  • ১৪০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৈমুরলঙে, তিনি ছিলেন মোঙ্গল সর্দার।
  • ১৬০০ সালের এই দিনে বৈজ্ঞানিক জোদার্নো ব্রুনোকে পোপের নির্দেশে পুড়িয়ে মারা হয়।
  • ১৬৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মলিয়েরে, তিনি ছিলেন ফরাসি নাট্যকার।
  • ১৮২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন হেনির পেস্টাল্জি, তিনি ছিলেন সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক।
  • ১৮৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন মার্টিন, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
  • ১৮৫৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিখ হাইনে, তিনি ছিলেন জার্মান কবি ও প্রাবন্ধিক।
  • ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরনিম, তিনি ছিলেন আমেরিকান আদিবাসী নেতা।
  • ১৯৩৪ সালের এই দিনে বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত হন।
  • ১৯৪৮ সালের এই দিনে ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা করা হয়।
  • ১৯৭০ সালের এই দিনে নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৪ সালের এই দিনে বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হার্ভে বাযিন, তিনি ছিলেন ফরাসি লেখক।
  • ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্যারি বর্মণ, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
  • ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যান ও’হেরলিহ্য, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ওহিতেহাউস, তিনি ছিলেন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ।

 

উৎসঃ ইন্টারনেট অবলম্বনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!