ইতিহাসের এই দিনে- ১ ফেব্রুয়ারি

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১ ফেব্রুয়ারি, ২০১৭, বুধবার। ১৯ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২ তম (অধিবর্ষে ৩২ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭২৬ সালের এই দিনে হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে “মেয়র’স কোর্ট” স্থাপিত হয়।

১৭৮৫ সালের এই দিনে বাংলার গভর্নরের পদ থেকে ওযারেন হেস্টিংয়ের ইস্তফা।

১৭৯৭ সালের এই দিনে ভারতের গভর্নর জেনারেল পদে লর্ড কর্নওয়ালিসের শপথ গ্রহণ।

১৮১৪ সালের এই দিনে ফ্রান্সের রুথেইর নামক স্থানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা ”রুথেইর যুদ্ধ” নামে পরিচিত।

১৮২৭ সালের এই দিনে কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৮৩১ সালের এই দিনে বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।

১৮৩৬ সালের এই দিনে চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।

১৮৫৫ সালের এই দিনে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২ সালের এই দিনে বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৮৬৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ অধ্যাদেশে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।

১৮৭১ সালের এই দিনে ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।

১৮৮৪ সালের এই দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।

১৮৯৩ সালের এই দিনে টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া’র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন।

১৮৯৭ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।

১৯০৫ সালের এই দিনে বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯১৮  সালের এই দিনে রাশিয়া গ্রিগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৯২০ সালের এই দিনে রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।

১৯২৪ সালের এই দিনে যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৪৬ সালের এই দিনে নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।

১৯৫৩ সালের এই দিনে কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পিরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯৫৮ সালের এই দিনে মিসর-সিরিয়াকে নিয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৬৫ সালের এই দিনে স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।

১৯৬৮ সালের এই দিনে কানাডার তিনটি সামরিক সংস্থা – দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে সেনেগালের স্বীকৃতি।১৯৭৬ সালের এই দিনে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ সালের এই দিনে ১৫ বছর স্বেচ্ছানির্বাসনের পর প্যারিস থেকে ইরানের ধর্মীয়   নেতা আয়াতুল্লাহ খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন।

১৯৮৪ সালের এই দিনে নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বাংলাদেশের ১৪টি মহকুমাকে জেলায় উন্নীত।

১৯৮৫ সালের এই দিনে কানপুরে পরপর ৩টি সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটার আজহার উদ্দিনের বিশ্ব রেকর্ড সৃষ্টি।

১৯৯৯ সালের এই দিনে ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।

২০০৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশযান কলম্বিয়া টেক্সাসের কাছে অবতরণের সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সাত জন নভোচারীর সবাই নিহত হন।২০০৪  সালের এই দিনে পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।

জন্ম

১৮৭৪  সালের এই দিনে অস্ট্রীয় কবি, নাট্যকার ও প্রাবন্ধিক হুগো ফন হফমানস্টাল জন্মগ্রহণ করেন।

১৯০৭ সালের এই দিনে বাংলাদেশী বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব জন্মগ্রহন করেন।

১৯১৮ সালের এই দিনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক জন্মগ্রহন করেন।

১৯২৩ সালের এই দিনে বাংলাদেশের কূটনীতিক হোসেন আলী জন্মগ্রহণ করেন।

১৯৩০  সালের এই দিনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ জন্মগ্রহন করেন।১৯৩০  সালের এই দিনে বাংলাদেশের সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জন্মগ্রহন করেন।

১৯৩১ সালের এই দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি   ইয়াজউদ্দিন আহম্মেদ জন্মগ্রহন করেন।

১৯৩৩ সালের এই দিনে বাংলাদেশী শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম জন্মগ্রহন করেন।

মৃত্যু

১৬৬৬ সালের এই দিনে বন্দি অবস্থায় মোগল সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন।

১৮৫১  সালের এই দিনে কবি শেলি পত্নী ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ রচয়িতা মেরি ওলস্টোন ক্র্যাফট শেলি মৃত্যুবরণ করেন।
১৯০৮ সালের এই দিনে পর্তুগালের রাজা ১ম কারলোস এবং তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।
১৯৪৮ সালের এই দিনে কবি যতীন্দ্রমোহন বাগচী পরলোকগমন করেন।
১৯৭৬ সালের এই দিনে নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ মৃত্যুবরণ করেন।
১৯৮৩ সালের এই দিনে ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী পদ্মাদেবী পরলোকগমন করেন।
১৯৫৮ সালের এই দিনে ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!