ইতিহাসের এই দিনে- ২৬ ফেব্রুয়ারি

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪ ফাল্গুন ১৪২৩। ফেব্রুয়ারি ২৬ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৭ তম (অধিবর্ষে ৫৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৩১৯ সালের এই দিনে চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১ সালের এই দিনে লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত হয়।

১৭৯৭ সালের এই দিনে ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮৪৮ সালের এই দিনে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত হয়।

১৮৬৩ সালের এই দিনে লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৭০ সালের এই দিনে নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ সালের এই দিনে ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৮৪ সালের এই দিনে ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ সালের এই দিনে রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু হয়।

১৯৩১ সালের এই দিনে কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২১ সালের এই দিনে ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ সালের এই দিনে ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু হয়।

১৯৫২ সালের এই দিনে ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ সালের এই দিনে রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক অনুষ্ঠিত হয়।

১৯৮০ সালের এই দিনে ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৮৭ সালের এই দিনে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়।

১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটে।

জন্ম

১৮০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, তিনি ছিলেন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।

১৮৬১ সালের এই দিনে বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দ জন্ম গ্রহণ করেন।

১৮৬৯ সালের এই দিনে রুশ বিপ্লবী লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৯০৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিউলিও নাটা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় রসায়নবিদ।

১৯০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লীলা মজুমদার, তিনি ছিলেন বাঙালি শিশু সাহিত্যিক।

১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহমেদ হাসান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় বংশোদ্ভূত মার্কিন রসায়নবিদ।

১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওলে গানার সলশেয়ার, তিনি একজন নরওয়েজীয় ফুটবলার।

১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি না, তিনি চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।

১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাত্তেও চিওফানি, তিনি ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো ওয়ালাচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

মৃত্যু

১৫৭৭ সালের এই দিনে সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।

১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিন্তেজি ক্লিং, তিনি ছিলেন ডাচ অভিনেত্রী।

১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট আইকম্যান, তিনি ছিলেন ইংরেজ লেখক এবং সমাজ কর্মী।

১৯৮৬ সালের এই দিনে ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান ইন্তেকাল করেন।

১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তায়া সটরাটন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেল রবার্টসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অভিজিৎ রায়, তিনি ছিলেন বাংলাদেশী লেখক ও ব্লগার।

উৎসঃ ইন্টারনেট অবলম্বনে।

গ্রন্থনাঃ মাহবুব এইচ শাহীন/প্রকাশক ও সম্পাদক/কাগজ২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!