ইতিহাসের এই দিনে: ২৯ জুলাই

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৯ জুলাই, ২০১৭, শনিবার। ১৪ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১০(অধিবর্ষে ২১১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৬৭ খ্রিস্টাব্দের এই দিনে রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৫৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।

১৮৫১ খ্রিস্টাব্দের এই দিনে অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।

১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় সাহিত্য, দর্শন-বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা ভারতী প্রকাশিত হয়।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন  স্বাক্ষরিত হয়।

১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হোন।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।

১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।

২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিস্কার করেন।

জন্ম

০৮৬৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ আল মাহদী, তিনি ছিলেন ইরাকি ১২তম ইমাম।

১৮০১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বার্নাডশ, তিনি ছিলেন ইংলিশ সাহিত্যিক।

১৮৪৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহানেস শ্মিট, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনিতো মুসোলিনি, তিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসিদোর ইজাক রাবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।

১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এয়ভিন্ড জনসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা, তিনি ছিলেন ভারতীয় শিল্পপতি।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দগ হামারহোল্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও কূটনীতিক ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব।

১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি মুলিসচ, তিনি ছিলেন ডাচ লেখক, কবি ও নাট্যকার।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল লিটল ম্যাক্‌ফ্যাডেন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ওয়ার্নার, তিনি ইংরেজ অভিনেতা।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সঞ্জয় দত্ত, তিনি ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন ডোরফ, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আকরাম খান, তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরনান্ডো গোনযালেয, তিনি চিলির টেনিস খেলোয়াড়।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলসন পালাচিওস, তিনি হন্ডুরাসের ফুটবল।

মৃত্যু

০২৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বাল্বিনুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

০২৩৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন পুপিয়েনুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১০৯৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন পোপ দ্বিতীয় আরবান।

১১০৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফিলিপ, তিনি ছিলেন ফরাসী রাজা।

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গাস্পারড ডি প্রণয়, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও প্রযুক্তিবিদ।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট সচুমান, তিনি ছিলেন জার্মান সুরকার ও সমালোচক।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ভিনসেন্ট ভ্যান গখ, তিনি ছিলেন ওলন্দাজ চিত্রকর।

১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন টবিয়াস আসের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবি ও আইনজ্ঞ।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন রোনাল্ড ফিশার, তিনি ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন এরিক কাস্টনের, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।

১৯৮৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস বুনুয়েল, তিনি ছিলেন স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ডরোথি মেরি হজকিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় ইংরেজ প্রাণরসায়নী।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মার্সেল পল শোয়োতজেনবার্গার, তিনি ছিলেন ফরাসী গণিতবিদ।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস মার্কার, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার ও সাংবাদিক।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মুনির হোসেন, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানী ক্রিকেট ধারাভাষ্যকার, প্রশাসক ও সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!