ইতিহাসের এই দিনে: ৩০ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৩০ জুন, ২০১৭, শুক্রবার। ১৬ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮১ত(অধিবর্ষে ১৮২তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর খেলাফত লাভ।

১৭৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু।

১৭৫৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ত্রিশ হাজার সৈন্য নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।

১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনেব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে কোরিয়া চীন থেকে স্বাধীনতা পায়। তারা জাপানের সহযোগিতা কামনা করে।

১৯৩৪ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকাকালে ভারতীয় উপমহাদেশের অধিকার নিয়ে কথা বলে গ্রেপ্তার হন।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে জাপান ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি থেকে পদত্যাগ করেন।

১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে কঙ্গো বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে ‘নিউইয়র্ক টাইমস’- এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিষ্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনেলোকসানের অজুহাত দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় আদমজী পাটকল বন্ধ করে দেয় বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার।

২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।

২০১১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।

২০১১ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক আবেদ খান কালের কণ্ঠ থেকে পদত্যাগ করেন।

জন্ম

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক জন্ম গ্রহন করেন।
১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে আহমদ ছফা জন্ম গ্রহন করেন।

মৃত্যু

১৮৩৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ খাঁ।

১৮৫১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং।

১৭১৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন নবাব মুর্শিদ কুলি খান।

১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন লোককথা সংগ্রাহক ও লেখক দক্ষিণারঞ্জন মিত্র।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা শিশিরকুমার ভাদুড়ী।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন আমেরিকার বিজ্ঞানী নি ডি ফরেস্ট।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী প্রমীলা নজরুল।

২০১৪ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরন করেন কবি আবুল হোসেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!