ইতিহাসের এই দিনে: ৩০ জুলাই

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ৩০ জুলাই, ২০১৭, রোববার। ১৫ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১১(অধিবর্ষে ২১২তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

০৭৬২ খ্রিস্টাব্দের এই দিনে আব্বাসীয় খলিফা আল মনসুর বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন।

১৫০২ খ্রিস্টাব্দের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের উপকূলে গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।

১৬০২ খ্রিস্টাব্দের এই দিনে মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও উপনিবেশিক তৎপরতা শুরু হয়।

১৬২৯ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির ন্যাপলস শহরে ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক প্রাণ হারায়।

১৬৫৬ খ্রিস্টাব্দের এই দিনে পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ব অষ্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম

১৫১১ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জিও ভাসারি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী, ইতিহাসবিদ ও স্থপতি।

১৭১৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম পেন, তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী ও দার্শনিক।

১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিলি জেন ব্রন্টি, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৮৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ভিলহেম ফন সিমেন্স, তিনি ছিলেন জার্মান শিল্পপতি এবং সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ফোর্ড, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী, ব্যবসায়ী ও ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা।

১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি মেরেডিথ, তিনি ছিলেন ব্রিটিশ ফুটবলার।

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিপ্লবী সত্যেন বোস।

১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাজী মোতাহার হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাতেমা জিন্নাহ, তিনি ছিলেন পাকিস্তানের দন্তচিকিৎসক, জীবনীলেখক, রাজনীতিবিদ ও পাকিস্তানের অন্যতম।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি মুর, তিনি ছিলেন বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সি. নর্থকটে পারকিনসন, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ প্যাট্রিক মোদিয়ানো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও চিত্রনাট্যকার।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি‌, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ভাইরাসবিদ।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফরিদা আক্তার পপি (ববিতা), তিনি বাংলাদেশের চলচিত্র অভিনেত্রী।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ুর্গেন ক্লিন্সমান, তিনি জার্মান সাবেক ফুটবলার।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডীন এডওয়ার্ডস, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা ও অভিনেতা।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস অ্যান্ডারসন, তিনি ইংরেজ ক্রিকেটার।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাবরিনা পড়শী, তিনি বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

মৃত্যু

১৭৭১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন টমাস গ্রে, তিনি ছিলেন ইংরেজ কবি ও পণ্ডিত।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অটোফন বিসমার্ক, তিনি ছিলেন জার্মান রাষ্ট্রনায়ক।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জয়েস কিলমার, তিনি ছিলেন আমেরিকান কবি।

১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ কুক্, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন গোপাল ঘোষ, তিনি ছিলেন চারুশিল্পী।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মাগডা স্নাইডার, তিনি ছিলেন জার্মান অভিনেত্রী ও গায়িকা।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, তিনি ছিলেন ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইংমার বার্গম্যান, তিনি ছিলেন সুইডিশ চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, মঞ্চ পরিচালক ও নির্দেশক ও নাট্যকার।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টনি রামালেট্‌স সাইমন, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!