‘S’ দিয়ে শুরু নামের মানুষরা কেমন হন?

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নাম কি শুধুই পরিচিতি নাকি আরও অনেক কিছু? এই যেমন ধরুন, নামের আদ্যক্ষর দিয়েই নাকি বোঝা যায়, আপনি কেমন ধরনের মানুষ? আপনার স্বভাব-চরিত্র। অনেকে মানেন, অনেকে মানেন না। মানা-না মানাটা অবশ্যই যাঁর যাঁর ব্যক্তিগত ব্যাপার। একটু খেয়াল করে দেখলে দেখা যায় পরিচিতদের মধ্য S দিয়ে নামের ছড়াছড়ি। কেমন হন তাঁরা, যাঁদের নাম S দিয়ে শুরু?

১) S মানে নতুন শুরু। নতুন করে শুরু করতে সবচেয়ে ভাল পারেন S-দিয়ে শুরু হওয়া নামের মানুষরা।

২) এরা খুবই অনুভূতিপ্রবণ হন। প্রচণ্ড পরিশ্রমী হন। তবে এরা স্বভাবে শান্ত হয়।

৩) এরা আকর্ষণীয় হন। প্রেম করতে এদের জুড়ি মেলা ভার।

৪) অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের তেমন একটা ঝোঁক নেই।

৫) জীবনে চলার পথে এদের অনেক চড়াই-উতরাই আসে।

৬) S-রা একটু হুজুগ প্রিয়। অতীত নিয়ে অনুতাপ এদের স্বভাববিরুদ্ধ। এরা বর্তমান নিয়ে বাচেন।

৭) S-দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন। তবে বাইরে থেকে বোঝা যায় না।

৮) এরা পরোপকারি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!