S-নামের মানুষরা কেমন হয়?

নাম কি শুধুমাত্র পরিচয় ? নাকি আরও অন্য কিছু ? যেমন ধরুন, নামের আদ্যক্ষর দিয়েই নাকি বোঝা যায়, আপনি কেমন ধরনের মানুষ? আপনার স্বভাব-চরিত্র। অনেকে মানেন, অনেকে মানেন না। মানা-না মানাটা অবশ্যই যাঁর যাঁর ব্যক্তিগত ব্যাপার।

একটু খেয়াল করে দেখলে দেখা যায় পরিচিতদের মধ্য S দিয়ে নামের ছড়াছড়ি। কেমন হন তাঁরা, যাঁদের নাম S দিয়ে শুরু ?

(১) S মানে নতুন শুরু। নতুন করে শুরু করতে সবচেয়ে ভাল পারেন S দিয়ে শুরু হওয়া নামের মানুষরা।

(২) S’রা খুবই অনুভূতিপ্রবণ হন। প্রচণ্ড পরিশ্রমী হন। তবে এঁরা স্বভাবে শান্ত।

(৩) S’রা আকর্ষণীয় হন। প্রেম করতে এঁদের জুড়ি মেলা ভার।

(৪) S’রা অর্থ উপার্জনের ক্ষেত্রে এঁদের তেমন কোন ঝোঁক নেই।

(৫) S’রা জীবনে চলার পথে এঁদের অনেক চড়াই-উতরাই আসে ।

(৬)  S’রা একটু হুজুগ প্রিয়। অতীত নিয়ে অনুতাপ এঁদের স্বভাববিরুদ্ধ। এঁরা বর্তমানে বাঁচেন।

(৭) S’রা কঠিন সময়ে নিজেদের শান্ত রাখতে জানেন। তবে বাইরে থেকে বোঝা যায় না।

(৮) S’রা যেকোনও গুরুদায়িত্ব বহন করতে সক্ষম ৷

(৯) S’রা প্রখর চিন্তাশক্তির অধিকারী ।

(১০) S’রা প্রচন্ড আত্মবিশ্বাসী হন সহজে কারও কাছে মাথানত করেন না ৷

(১১) S’রা যে কোন আসরের মধ্যমণি হয়ে থাকতে ভালবাসেন ৷

(১২) S’রা বহুমুখী প্রতিভার অধিকারী হন এরা।

(১৩) S’রা রহস্যময়, সহজে নিজের মনের কথা কাউকে জানান না। নিজের কষ্টের কথা অন্যের সঙ্গে শেয়ার করতে চান না। লোক দেখানো পছন্দ করেন না। তবে এই সমস্ত স্বভাবের কারণে অনেকেই এদের ভুল বুঝে ।

(১৪) S’রা সবকাজেই অত্যন্ত উৎসাহী হন। আবার তাঁদের ধৈর্য-সহ্যও বেশ বেশি।

(১৫) S’রা পরিশ্রমী, কোনও কিছু স্থির করলে তা পাওয়ার জন্য জানপ্রাণ দিয়ে লড়েন।

(১৬) S’রা অপরের প্রতি সহমর্মী হন।

(১৭) S’রা স্বপ্ন দেখতে খুব পছন্দ করেন। আর সেই অনুযায়ী জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।

(১৮) S’রা আদর্শবাদী, রোমান্টিক এবং একইসাথে সংবেদনশীল ৷ কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন ৷

বি: দ্র: ফান পোষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!