টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২দিন যাবৎ অবস্থান ধর্মঘট ও অনশন॥ হামলাকারীদের গ্রেফতার ও ওসির প্রত্যাহার দাবি

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারনার গাড়ী বহরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বও রোববার দুপুরে কালিহাতী উপজেলার বল্লববাড়ি হয়ে সরাতৈল গোহালিয়া বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতার ও কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত তিনি অবস্থান ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে, আজও ১৭ ডিসেম্বর সোমবার একই দাবীতে লতিফ সিদ্দিকী জেলা
রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ২য় দিনের মতো অবস্থান ধর্মঘট ও অনশন করছে।

এ বিষয়ে লতিফ সিদ্দিকী বলেন, তিনি একটি সমাবেশে যোগ দেয়ার জন্য
যাচ্ছিলেন। পথে নৌকার সমর্থকরা তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা
চালায়। এতে চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠ নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর এ আশ্বাসে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠ নয়, পরিবেশ ভয়াবহ। যতক্ষন পর্যন্ত এ ঘটনার সুষ্ঠ বিচার না হবে ততক্ষন পর্যন্ত তিনি জেলা রিটার্নিং কর্মকতা অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একইভাবে অবস্থান করবেন।

টাঙ্গাইলের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এবং
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা লতিফ
সিদ্দিকীর সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ সময় লতিফ সিদ্দিকী রিটার্নিং অফিসারকে বলেন, এর আগে তিনটি
লিখিত অভিযোগ দিয়েছি- কোন ফলাফল তো দেখলাম না।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম
জানান, প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকীর কাছ থেকে তিনি
একটি দরখাস্ত পেয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্ঠা চলছে।

প্রকাশ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী
আবদুল লতিফ সিদ্দিকী দল থেকে অব্যাহতি পাওয়ার পর এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!