গোপালপুরে গরুর মাংস খেয়ে ১৮ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

মো. সেলিম হোসেন, গোপালপুর থেকে-

টাঙ্গাইলের গোপালপুরে গরুর মাংস খেয়ে ১৮জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। এদেরকে গোপালপুর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানাযায়, উপজেলার হেমনগর ইউনিয়নের ভুলারপাড়া গ্রামের মিনহাজ চাকদার গত সোমবার একটি অসুস্থ বলদ জবাই করে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে মাংস বিতরণ করেন। সেই মাংস খেয়ে ১৮জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিরা হলেন, কনা বেগম, শাহানাজ বেগম, কোহিনূর বেগম, জায়দা বেগম, আহমেদ চাকদার, তাজেম তালুকদার, কবির হোসেন, লেবু মিয়া, আরিফ হোসেন, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, হেলাল উদ্দিন, বন্যা ইসলাম, গোলবানু, রাজিব হোসেন, আলিফ মিয়া, ইয়াজ ইদ্দিন ও শিউলি রহমান।
গোপালপুর প্রাণী সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ রোগটি সাধারণত রোগাক্রান্ত পশুর মাংস থেকে হয়ে থাকে। আমরা খবর পেয়ে তাৎক্ষনিকভাবে এর প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছি। অন্য কোন গবাদী পশুর মাঝে এ রোগ আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে । এলাকায় মাইকিং করে জনগণকে এ সম্পর্কে সচেতন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!