স্বাস্থ্যখাতে উন্নায়ন নিয়ে স্বাস্থ্যনেট

 

সাজেদুর রহমান সজলঃ দিনেদিনে প্রযুক্তির ছোয়ায়বদলে যাচ্ছে পৃথিবী। উন্নত হচ্ছে বিশ্ব। আর সেই উন্নায়নের হাওয়ায় পাল তুলে  স্বাস্থ্য খাতে আমুল উন্নায়ন নিয়েহাজির হল অনলাইন স্বাস্থ্য নেটওয়ার্ক ওমার্কেটপ্লেস স্বাস্থ্যনেট(www.ShasthoNet.com)।

স্বাস্থ্য সেবাকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়ে,স্বাস্থ্য খাতে মানুষের ভোগান্তি কমাতে হেলথকেয়ার আইডিয়াস লিমিটেডের উদ্দ্যগেনির্মিত হয়েছে অনলাইন স্বাস্থ্য সেবা সাইট স্বাস্থ্যনেট ডটকম। স্বাস্থ্যনেট দিবে অনলাইন   প্রেসক্রিপশন,আজীবন হেলথ তথ্য সংরক্ষণ, অনলাইন ঔষুধ ক্রয়,ঔষুধ হোম ডেলিভারি সুবিধা, ডায়াগোনেস্টিক,হাসপাতাল,অনলাইনে ডাক্তারের সিরিয়াল দেয়া , ডাক্তারের পরামর্শ সহ স্বাস্থ্য সচেতন মানুষের যোগাযোগের জন্য স্বাস্থ্য নেটওয়ার্ক ।

স্বাস্থ্যনেট সম্পর্কে জানতে চাইলে হেলথকেয়ার আইডিয়াস লিমিটডের ম্যানেজিং ডিরেক্টর শরীফ খন্দকার বলেন,সামাজিক যোগাযোগ এবং কর্মজিবিদের যোগাযোগ মাধ্যম হিসাবে যেমন ফেসবুক ওলিঙ্কডইন কাজ করছে,  তেমনি স্বাস্থ্য সেবক ও স্বাস্থ্য সেবা গ্রহন কারি দের জন্য পৃথিবীতে এই প্রথম  উন্মুক্ত স্বাস্থ্য নেটওয়ার্ক হিসাবে স্বাস্থ্যনেট ডটকম কাজ করছে। পৃথিবীর বুকে স্বাস্থ্যনেট স্বাস্থ্যখাতে  দিক নির্দেশক হিসাবে কাজ করবে বলে বিশ্বাস করি। সেই সাথে বাংলাদেশি সাইট হিসাবে স্বাস্থ্যনেট স্বাস্থ্য খাতে একটি মাইল ফলক হিসাবে পৃথিবীতে নেতৃত্ব দিবে।

বাংলাদেশ হেলথ সেক্টরকে ডিজিটালাইজেশন করে মানুষের কাছে সেবা পৌঁছে দিবে স্বাস্থ্যনেট। তিনি আশাবাদী হয়ে আরও বলেন, স্বাস্থ্যনেট নেটওয়ার্ক প্লেস বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশেরডাক্তার,ফার্মেসি,ডায়াগোনেস্টিকদের সাথে সরাসরি রুগীদের ঘরে বসে যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করেছে।

দিন থেকে দিনান্তর যেমন আধুনিকতার ছোঁয়ায় সারা দুনিয়া ঝকমক করে ফুটে উঠছে। তেমনি আমাদের সোনার বাংলাদেশর স্বাস্থ্যখাতে সেই ছোঁয়ায় এক আধুনিকতার ইতিহাস রচনা করবে একদিন স্বাস্থ্যনেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!