টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ শুরু

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও নতুন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন ২৩ এপ্রিল মঙ্গলবার থেকে আগামী ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সকাল সাড়ে ১১ টায় শহরের থানা পাড়ায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার, সদরের উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দীন আহমেদ, সাব-ইন্সপেক্টর সাজাউল ইসলাম প্রমুখ।

এসময় আঠারো বছরের কম বয়সী (২০০৩/৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ) নাগরিকদেরও তথ্য নেওয়া হয়।

যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হচ্ছে। কোনো কারণে তথ্য সংগ্রহের সময় কেউ যদি বাদ পড়েন তবে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তার তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। তথ্য সংগ্রহকারিগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!