টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ স্কুলের’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি   কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান “ফ্রেন্ডশিপ স্কুল” টাঙ্গাইল অঞ্চলের ৪ টি শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ২৫ ফেব্রুয়ারী দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সদ্য পদন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো.মাহবুব আলম পিপিএম (বার)। ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। অনুষ্টানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারের মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তরুন ইউসুফ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী’সহ অন্যান্য সুধীজন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ স্কুলের স্বপ্ননায়ক ও ঢাকানিউজ২৪ এর নিউজ এডিটর মো. জুয়েল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকানিউজ২৪ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। অতিথিগন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এছাড়াও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকল শিশুকে পুরস্কৃত করেন প্রধান অতিথি টাঙ্গাইলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো.মাহবুব আলম পিপিএম (বার)। উল্লেখ্য, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের ৪ টি শাখায় প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশু বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

Tangail Friendship School Sports News. 26.02 (6)


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!