নওগাঁর মান্দা উপজেলায় হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মোটরবাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতামুলক এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে মান্দা উপজেলা সদর, প্রসাদপুর বাজার, ফেরিঘাট, কুসুম্বা ও দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ প্রচারণা চালানো হয়েছে।

এসময় হেলমেট ব্যবহারকারী মোটরবাইক চালক ও আরোহীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল উপহার দেয়া হয়। হেলমেটবিহীন চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়েছে। এছাড়া ছোট এ বাহনে দুইজনের বেশি যাত্রী বহনের বিষয়েও মোটরবাইক চালকদের সতর্ক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল হালিম। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, মোটরবাইক চালকদের অবহেলা ও সামান্য ভুলের কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানীর ঘটনা। হেলমেট ব্যবহার না করায় হেড ইনজুরিতে এসব দুর্ঘটনা ক্রমেই বাড়ছে মৃত্যুর হার। চালক ও আরোহী হেলমেট ব্যবহার করলে সড়কে মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!