নওগাঁর রানীনগরে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

 

 

 

 

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার রানীনগরে গতকাল শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত রানীনগর মাদার কেয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি’র সভাপতিত্বে কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও রাষ্ট্র  বি:  বিভাগের অধ্যাপক ড.মো:রুহুল আমিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মো:ইলিয়াছ হোসেন  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ প্রশিক্ষক হিসাবে ছাত্রলীগ নেতাদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় ইসরাফিল আলম এমপি বলেন, শিক্ষা ছাড়া যেমন কোন কিছু অর্জন করা যায় না,তেমনি রাজনৈতিক প্রশিক্ষণ ছাড়া নেতাও হওয়া যায়  না। জাতীয় অর্জন সমুহ ধরে রাখতে চাইলে শিক্ষিত ও দক্ষ নের্তৃত্বের কোন বিকল্প নেই। কর্মশালার মধ্য দিয়ে রাজনৈতিক দল, রাজনীতি, নেতাকর্মী ও সমর্থকদের দায়িত্ব কর্তব্য, জাতিস্বত্ত্বা নীতি সংবিধান আইন ইতিহাস  ঐতিহ্য সংস্কৃতি ও সমসাময়িক করনীয় বিষয় নিয়ে কর্মশালায় তিনি বক্তব্য রাখেন। রানীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকন্নুজ্জামান মোহন, সাধারন সম্পাদক সোয়েব খন্দকারসহ রানীনগর -আত্রাই উপজেলার প্রায়  ৫০ জন ছাত্রলীগের নেতা-কর্মী  এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!