নাতীকে কুরআন শিখাচ্ছেন এরদোয়ান!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৬ এপ্রিল তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতি চালু হবে কী হবে না সে প্রশ্নে রেফারেন্ডাম। পুরো দেশে চলছে বিরামহীন “হ্যা” এবং “না” এর প্রচারনা। স্বভাবতই প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানকে পুরো দেশ চষে বেড়াতে হচ্ছে, সমাবেশগুলোতে বক্তব্য দিতে হচ্ছে। এরমাঝেই গভীর রাতে কিংবা একদম ভোরে হয়তো মিলে কিছুটা সময়। যে সময়টা উনি কাটান পরিবারের সাথে।

তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক আজ একটি ফিচার ছাপিয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই সামান্য অবসরের সময়ে এরদোয়ান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন। পত্রিকার ভাষ্যমতে, এরদোয়ানের মেয়ের জামাই ও তুরস্কের জ্বালানী এবং খনিজ সম্পদমন্ত্রী বেরাক আলবাইরাকের ছেলে আহমেদ আকিফ আলবাইরাকের প্রিয় সময় তার নানার সাথে কাটানো সময়গুলো!

সত্যিই ক্যারেসমেটিক নেতা তিনি। অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন নতুন তুরস্ক গড়তে। এগিয়ে যাচ্ছেন দু্র্বার গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!