নীলফামারীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ সোমবার সকাল ১০টা হতে বিকাল তিনটা পর্যন্ত ৫ ঘন্টা বিদ্যালয় মাঠে এসব কর্মসুচি পালন করে শিক্ষার্থীরা। হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত ক্লাশ বর্জন অব্যাহত থাকার ঘোষণা দেওয়া হয় ওই কর্মসূচি থেকে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করার জন্য গত শনিবার (২০ মে) অভিভাবক সদস্যদের সভা ডাকেন প্রধান শিক্ষক। এসময় উপস্থিত সদস্যরা ঐক্যমতে না পৌঁছায় সভা মুলতবি ঘোষণা করেন প্রধান শিক্ষক। ওই সভা মুলতবি ঘোষণাকে কেন্দ্র করে সকাল ১১টায় বিদ্যালয়ের ক্লাশ চলাকালীণ সময়ে বহিরাগত ২০ থেকে ২৫ জন মানুষ লাঠি/সোটা নিয়ে প্রধান শিক্ষক এজাবুল হক শাহের ওপর হামলা চালায়। তাদের হামলায় প্রধান শিক্ষকসহ অপর দুই সহকারী শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে আজ সোমবার কাশ বর্জন করে বিক্ষোভ করে তারা।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!