গোপালপুরে অপরাধ দমনে জনসচেতনতায় পুলিশের উঠান বৈঠক

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডি.কম

মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের যমুনাতীরবর্তী এলাকা সোনামুই বাজারে সকাল ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, বিশেষ অতিথি ছিলেন ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।

স্থানীয় ছাত্রলীগ নেতা বাবুল রেজা জয়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে মাদকসহ যাবতীয় সামাজিক অপরাধ দমনে কোরআন হাদিসের আলোকে যুগোপযোগী জনসচেতনা মূলক বক্তব্য পেশ করেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস আই আব্দুল হাই, এসআই আশরাফ উজ্জামান, স্থানীয় আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন প্রধান, কামরুজ্জামান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও কাহেতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক উদ্দিন প্রমূখ।

জনসচেতনা মূলক উঠান বৈঠকটিতে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলি বাল্যবিবাহরোধসহ মাদক ও সামাজিক অপরাধ দমনে নানা স্লোগানযুক্ত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে দলে দলে যোগদান করেন। এছাড়াও এলাকার সকল শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!