শাহীন চৌধুরী ডলি’র কবিতা- পূর্বাভাস নিষ্প্রয়োজন

পূর্বাভাস নিষ্প্রয়োজন
– শাহীন চৌধুরী ডলি

যদি কখনো ফিরতে ইচ্ছে হয়
ডানা ঝাপটানো রাতজাগা
পাখির মতন, ঝড়ের মতন
কিংবা সাগরের জোয়ারের মতন
জলোচ্ছ্বাসের মতন কূল প্লাবিতায়,
তবে তাই এসো
পূর্বাভাস নিষ্প্রয়োজন।

বিশাল দেবদারু শাখার
সজ্জিত পত্রপল্লব দুলিয়ে
তছনছ করা সুপুরী বাগান
মৃত্তিকায় নুইয়ে,
ঝাউবনের প্রাচীর ডিঙিয়ে
শো শো শব্দের প্রচণ্ডতায়
এসে জানান দিও তুমি এসে গেছো।

আসবে যাবে, ফের আসবে ফের যাবে
আসা যাওয়ার খেলার ভেলায়
প্রেম ভাসবে মত্ত পারাবারে,
বোহেমিয়ান প্রজাপতি মন তোমার
দু’দণ্ড স্বস্তিতে কোথাও তিষ্ঠোতে পারে কি!
নানান ঘাঁটির জল উদরপূর্তিতে
চেনা বন্দরে ভিড়িও শতভঙ্গ তরী।

তোমার আগমনে একটা অপেরা
মঞ্চস্থ হলেও হতে পারে
সেখানে তুমি রোমিও
আর আমি জুলিয়েটের ভূমিকায়
ফের নিজেদের মঞ্চে সংলাপ সাজাবো।
নাটকে থ্রিল থাকবে
যথারীতি যবনিকায় বিয়োগ থাকবে।

যদি কখনো ফিরতে ইচ্ছে হয়
মদির দৃষ্টিতে চাইতে ইচ্ছে হয়
তবে করো আগমনি আয়োজন
পূর্বাভাস নিষ্প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!