বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শাখার কর্মী সম্মেলন: রবিন রবিদাস সভাপতি, সুশিল রবিদাস সাধারণ সম্পাদক, হৃদয় রবিদাস সাংগঠনিক সম্পাদক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় প্রানের ১১ দফা দাবিতে গাইবান্ধার “পলাশবাড়ি উপজেলা রবিদাস ছাত্র ফোরামের কর্মী সম্মেলন-২০১৯” পলাশবাড়ি উপজেলাধীন রবিদাস অধ্যুষিত বড় শিমুলতলী গ্রামে গত ২২ অক্টোবর, ২০১৯ (মঙ্গলবার) দুপুর ১২:০০ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রবিদাস শিক্ষার্থী রবিন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিভিন্ন ইউনিয়নের রবিদাস শিক্ষার্থীরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সকলের সম্মতি ও ইউনিয়ন পর্যায়ের রবিদাস ছাত্র প্রতিনিধিদের পরামর্শক্রমে রবিন রবিদাসকে সভাপতি সুশিল রবিদাসকে সাধারণ সম্পাদক, ও হৃদয় রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শাখার কমিটি চুড়ান্ত করা হয়।

২১ সদস্যবিশিষ্ট পলাশবাড়ি উপজেলা বিআরএসএফ এর কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন: সহ সভাপতি- সজল রবিদাস, সহ সাধারণ সম্পাদক- সুজন রবিদাস, সহ সাংগঠনিক সম্পাদক- বিমল রবিদাস, দপ্তর সম্পাদক- গুরুদাস রবিদাস, অর্থ সম্পাদক- লালচান রবিদাস, প্রচার প্রকাশনা সম্পাদক- সুবল রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক- ঝন্টু রবিদাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- কৃষ্ণ রবিদাস, আইন ও বিচার বিষয়ক সম্পাদক- অমল রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- কনিকা রানী রবিদাস, স্কুল বিষয়ক সম্পাদক- পবিত্র রবিদাস, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- বাঁধন রবিদাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- নির্মল রবিদাস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক- নিরব রবিদাস, সমাজকল্যাণ ও ত্রান বিষয়ক সম্পাদক- সঞ্জয় রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নয়ন রবিদাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক- দিপু রবিদাস, মানবাধিকার সম্পাদক- আনন্দ রবিদাস, কার্যনির্বাহী সদস্য (০১)- সুশান্ত রবিদাস, কার্যনির্বাহী সদস্য (০২)- রাজেন রবিদাস, কার্যনির্বাহী সদস্য (০৩)- রূপচান রবিদাস।

বিআরএফ ও বিআরএসএফ এর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ নবগঠিত বিআরএসএফ-পলাশবাড়ি উপজেলা কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনগ্রসর রবিদাস জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যানে সর্বদা তৎপর থাকার জন্য আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!