খানসামায় চাষী পর্যায়ে বীজ সংরক্ষণে মাঠ দিবস

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউপির ১ নং ওয়ার্ডে আজ ২১ মে রবিবার বিকেল চার ঘটিকায় চাষী পর্যায়ে  উন্নতমানের ডাল, তেল, পেঁয়াজ ও সরিসা বীজ সংরক্ষণের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
প্রধান অতিথীর  বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা এজামুল হক রসুন, ভূট্টার পাশাপাশি সরিষা চাষের প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, রসুন চাষে যে সার প্রয়োগ করা হয় তাতে একদিন বিভিন্ন কারনে বিলুপ্তি আসবে। তাই পাশাপাশি একই জমিতে আউশ বা অন্যান্য ফসল চাষ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা স.ম জাহিদুল হক, সমশের আলী, পৃথিরাজ রায়, প্রাক্তন ইউপি সদস্য মো: আব্দুর রহমান, কৃষক কান্দু, খয়রাত আলী, দুলাল চন্দ্র, দুখু রাম সহ অসংখ্য কৃষক ও কৃষাণী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ইউপি সদস্যা রাধা রানী।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!