‌মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- ভালবা‌সি গান

আঃ জব্বার আর নাই,তাহার স্মৃ‌তির প্র‌তি উৎসর্গ কর‌ছি
ভালবা‌সি গান
‌মোঃ আ‌রিফুল ইসলাম
আ‌মি ভালবা‌সি শু‌নি‌তে গান,
গা‌নের টা‌নে উতালা এ মন।
ভালবা‌সি গা‌নের কথা সুর ছন্দ,
গা‌নের মা‌ঝে খু‌জে পাই আনন্দ।
ত‌বে আজ আর নেই সেই  গান,
‌যেই  গা‌নে  দোলা দেয় মানু‌ষের প্রাণ।
হা‌রি‌য়ে গে‌ছে সেই সোনা‌লি দিন,
‌কিভা‌বে সুধাব সেইসব মহার‌থিদের ঋন?
কা‌লের প‌রিক্রমায় হা‌রি‌য়ে‌ছি যে দিন,
জা‌নি আস‌বে না আর ফি‌রে সে দিন।
তবু বা‌রে বার মন তা‌দের কা‌ছে ফে‌রে,
সয়‌নে স্বপ‌নে তা‌দের ম‌নে প‌রে।
ম‌নে প‌রে কি‌শোর কুমার মানা দে, শ্রীকান্ত,
‌মোঃ রা‌ফি,বর্মন দ্বয়, হেমন্ত।
ম‌নে প‌রে আঃ আ‌লিম আব্বাস উ‌দ্দিন,
আঃ হা‌দি আঃ জব্বার ব‌শির উ‌দ্দিন।
ম‌নে প‌রে জগ‌জিৎ সিং মোঃ আ‌জিজ, ভু‌পেন হাজা‌রিকা,
বা‌প্পি লাহা‌ড়ি কুমার সানু , আল্লা রাখা।
ম‌নে প‌রে ওস্তাদ আমজাদ আলী খান,
র‌বি শংকর, আলী আকবর খান।
ম‌নে প‌রে শাহ আঃ ক‌রিম, হাছোন রাজা, আ‌মির উ‌দ্দিন,
লালন শাহ, রাধা রামন জ‌সিমউ‌দ্দিন।
ম‌নে প‌রে ক‌বি নজরুল র‌বিন্দ্রনাথ,
ফ‌কির আ‌লোম‌গির র‌থিন্দ্রনাথ।
ম‌নে প‌রে খোর‌শেদ আলম মাহমুদুন নবী আজম খান,
আ‌পেল-আলতাব মাহমুদ নুসরাত ফ‌তে আ‌লি খান।
ম‌নে প‌রে আশা লতা হৈম‌ন্তি ইন্দ্র‌ানী সেন,
কনক অলকা রুনা লায়লা সা‌বিনা ইয়াস‌মিন।
‌মনে প‌রে ফি‌রোজা বেগম, ফের‌দৌস আরা,
ফ‌রিদা পার‌ভিন ফা‌তেমা তুজ জোহরা।
ম‌নে প‌রে ফাহ‌মিদা সা‌মিনা মমতাজ,
‌শেফা‌লি ঘোষ,কাঙালীনী পিলু মমতাজ।
আস‌বেনা কভু আর সেই  হারান সুর,
হারান স্মৃ‌তি  বড় বেদনা বিধুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!