মাহফুজ্জামান সরকার এর কবিতা – পুলিশ বলে!

 

পুলিশ বলে!
————- মাহফুজ্জামান সরকার (সহকারী কমিশনার)

 

সকালবেলা তোমরা যখন নাস্তার টেবিলে, পরিবারকে নিয়ে।
অামি তখন রাস্তার, স্বাগত জানাবো বলে।
দুপুরবেলা প্রখর রোদে তোমরা থাকো ছাদের নিচে।
তখন অামি ব্যাস্ত কাজে খোলা অাকাশের নিচে।
আবার যখন বৃষ্টি-ঝড়ে, সবাই থাকে নিরাপদে
তখনো অামি রাস্তার থাকি মৃত্যুকে সংঙ্গী করে।
সন্ধ্যা বেলায় তোমরা যখন বাড়ির পথটা ধরো
তখনো অামি ব্যাস্ত সেথায়, শপথটা যে ভাই বড়।।
অাবারো যখন রাএীবেলা তোমরা ঘুমে মগ্ন
তখনো তোমার নিরাপর্তায় থাকি, রাস্তায় যায় লগ্ন।
দুর্যোগে ভোর ৪ টায় উঠি, করি হরতাল ডিউটি
তোমার ঘুমের পরিধি বাড়ে, প্রিয়জনদেদের বলো সুইটি।
ছুটি তোমার অধিকার অামার কাছে পরিহাস
ভেবেছো কি একবার!
কতবার ঈদে নামাজ ছেড়েছো নিরাপর্তায় শপথ নিয়ে,
কতবার দিনে থাবার খেয়েছো খোলা অাকাশের নিচে।
কতবার তুমি রাস্তায় নেমেছো জীবন বাজি রেখে
কতগুলো প্রাণ গিয়েছে বলো তোমাদের প্রাণের তরে।
তোমরা যারা গালি ছোড়ো আমরা পুলিশ বলে
তুলনা করিয়া দেখিও একবার তোমার কাজের সাথে।
তুমিও মানুষ অামিও মানুষ রক্ত মাংসে গড়া
কতটা রাত কাটিয়েছো নির্ঘুম পরিবারকে ছাড়া।


উৎসর্গঃ সকল পুলিশ সদস্যদের সরণে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!