সোশ্যাল মিডিয়ার বদৌলতে শিশু মোহাম্মদকে ফিরে পেলো তার পরিবার।

 

 

সাজ্জাদ খোশনবীশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ৬ জুলাই এক দুর্বৃত্তের পাল্লায় পড়ে টাঙ্গাইলের মধুপুর থেকে চলে আসা মৃত ইমান আলীর সন্তান মোহাম্মদ (১০) নামে শিশুটি হারিয়ে ফেলে তার বিধবা মাসহ স্বজনদের। জনৈক সাজ্জাদ হোসেন হীরা কান্নারত অবস্থায় শিশুটিকে পথে পেয়ে জামালপুর প্রেসক্লাবে গিয়ে খবর দেন বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিমকে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলামের পরামর্শে উদ্ধার করা শিশুটিকে উন্নয়ন সংঘের মাধ্যমে রাখা হয় অপরাজেয় বাংলাদেশের নিরাপদ আশ্রয় কেন্দ্রে। জামালপুর সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে শিশুটির ছবি ও ঠিকানাসহ অভিভাবকের সন্ধান দেওয়ার জন্য মানবিক আবেদন জানান। ফেসবুক স্ট্যাটাসের পর হারানো শিশুটির ছবি ও তথ্য নিয়ে অসংখ্য বন্ধুরা সন্ধান করতে থাকে। পরে “টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ Tangail Citizen Journalist Group” এর সদস্য আকিবুর রহমান ইকবাল খুঁজেবের করেন শিশুটির দুলাভাইকে। শিশুটির মা মমতা বেগম তার বড় বোন মোর্শেদা বেগমকে সাথে নিয়ে রোববার বিকেল চারটায় জামালপুর সদর থানায় উপস্থিত হয়ে শিশুটিকে গ্রহণ করেন। শিশু হস্তান্তরের সময় জামালপুরের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, অঞ্চল ব্যবস্থাপক মিনারা পারভীন, সমাজকর্মী আরজু মিয়া, জামালপুর সদর থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোছনা বেগম, অপরাজেয় বাংলাদেশের আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম এই ঘটনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন পারস্পারিক উদ্যোগে কাজ করলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। তিনি শিশু পাচাররোধে এবং হারিয়ে যাওয়া শিশুদের বিশেষ করে আইনের সংস্পর্শে আসা শিশুদের সুরক্ষায় কার্যক্রম পরিচালনার জন্য উন্নয়ন সংঘ ও অপরাজেয় বাংলাদেশকে ধন্যবাদ জানান। টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের পক্ষথেকে আকিবুর রহমান ইকবাল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

02


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!