শাহিন মামুন এর কবিতা- ফিলিস্তিনী জিহাদী

ফিলিস্তিনী জিহাদী
-শাহিন মামুন

উৎপীড়কের রক্তচোখে চোখ রেখে
বর্জ্যকন্ঠে বলে উঠি “নারায়ে তাকবীর”
পৃথিবীর আলো দেখার আগেই শুনেছি বুলেটের আওয়াজ
চেপেছি খুন হৃদয়ে, হয়েছি জিহাদি পৃথিবীর বুকে
জাতিতে আমি যে মুসলিম ফিলিস্তিন।
আমার নেতা ইয়াসির আরাফাত আর আব্বাস-হানিয়া
করেনি কো কভু ভয় উৎপীড়কের রক্তচক্ষু
অতপর, স্বাধীনতাকামী মজলুমের তরে গড়েছে
পিএলও আর হামাস সশস্ত্র সংগঠন স্বাধীন ফিলিস্তিনীর জন্য।
আমি তো মুসলমান, আমি তো একজন মানুষ।
স্বাধীনতার খুন হৃদয়ে চেপে এসেছি পৃথিবীর বুকে
আমি জাতিতে ফিলিস্তিন, আমার আরেক নাম যোদ্ধা।
আমার রক্তে হয় যদি স্বাধীন জন্মভূমি ফিলিস্তিন
তবে জেনে রাখো হে পৃথিবী!
পরাধীনতার শিকলে নিজেকে বন্ধী রাখার চেয়ে
বুলেটের শাহাদাত সে তো অধিক উত্তম আমার কাছে।
আমি তো দেখি বন্দুকের নলের মাঝে সদা জান্নাতুল ফেরদৌস
সাথে বারুদের গন্ধে পাই খুশবু-আতরের ঘ্রাণ।
আমি তো জাতিতে মুসলিম ফিলিস্তিন, আমার আরেক নাম যোদ্ধা।
মসজিদ আমার ব্যারাক, গম্বুজকে করেছি মাথার হেলমেট
মিনার! সে তো হয়েছে আমার সহযোদ্ধা
আবু বকর-ওমর আর ওসমান-আলী।
আমি যে জাতিতে মুসলিম ফিলিস্তিন।
উৎপীড়কের রক্তচোখে চোখ রেখে
বর্জ্যকন্ঠে বলে উঠি নারায়ে তাকবীর “আল্লাহু আকবর”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!