মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-আগুনের ভেলা

আগুনের ভেলা
-মোল্লা মোঃ জমির উদ্দিন

সৃস্টির খেলায় আগুন
রহস্যময় উত্তাপ ছড়ায়
সৌরজগতের নক্ষত্র গ্রহানুপুঞ্জ
তারকারাজি আগুনের
উত্তাপেই সাতন্ত্র খুজে পায়।

সে আগুনও প্রেমের আকুতি
ঝড়াতে মাটি ফূরে প্রেমিকের
খোঁজে অগ্নিগিরির জালা মুখে
বাতাসের ফুতকারে আকাশে মিলায়।

এখেলায় ধ্বংশ শুধু নয় মুল্যবান
প্রাপ্তি হিরে জহরত মনি মানিক্য
পাহাড় সমভুমি জেগে ওঠে
মানুষের জন্য উপহার।

আগুনের শক্তি জানান
দিতে আরব সাগরে মাঝে
মাঝে জেগে ওঠা পাহাড় সম
ভুমি আবার মিলায় সাগর জলে।

আবার যেদিন জলবে আগুন
অগ্নিগিরির খোলা মুখটা লাভা
ছড়াবে আকাশ পানে মিশে যাবে
মুক্ত হাওয়ার প্রেমে।

আগুন আর কিছু না সৃস্টি
রহস্যের খেলা,তোমার আমার
প্রেম পিরিতি আর নব নব সৃস্টির ভেলা
প্রেমিক যুগল সৃস্টি সুখের উল্লাসে মাতি
আগুনের ভেলায় চরে খুনসুটিতে কুটি কুটি।

বাতাসের ফুঁস ফুঁসে পরেছে কালো ছায়া
যেখানে প্রাণি কুলের আগুন ধপাস
জলে ওঠার আবেগ সংরক্ষিত রয়।

আপনি ভাবছেন ঈট ভাটার চিমনি
অনেক উপরে দিয়েছেন, ঠিক আছে
তাহলে ঝিঝি পোকার ডাক শুনিনা কেন?

হঠাৎ সাহস হাড়িয়ে ফেল্ল কেন?
বাতাসে বিষের মাত্রা বেড়েছে?
যদি এমনই হয় দু’একটা কোকিলের ডাক
শোনা যায় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে।

আগুনের ব্যবহারে সাবধান, দাবানল
ছড়ালে মানেনা মোল্লা পুরুত, ধবংস
করে ঘর বাড়ি বন জংগলের প্রানিকুল
মনের ঘরে জাল্লে অগ্নিশিখা আগুনের
ভেলা ভেসে যাবে পাবেনা তার দিশা।

রোম যখন পুরে ছাঈ
আগুনের ভেলায় চরে নিরু
নব চেতনায় সৃস্টির বাশি বাজায়।

আগ্নি শিখা জলছে আসেপাশে
আগুনের ভেলায় চরে নব সংস্কৃতির
চেতনার খোঁজে দেখ মির্জার কাদেরের
বাঁশি বাজে।

তোমরা আজ আছ নানান সাজে
হাজার বছর আগে এক টুকরো
আগুন জলে উঠেছিল ছোট্ট
খোকা নামে টঙ্গী পাড়া গাঁয়।

সেই আগুনের ভেলায় চরে সৃস্টি
সুখের উল্লাসে মাতি পেয়েছি
বাংলাদেশ আমরা বাঙ্গালী জাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!