সাড়ে ২৩ হাজার টাকার ঋণের বোঝা চায় না : মোমিন মেহেদী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নূন আনতে পান্তা ফুরোনোর দেশে জনগন উন্নয়নের নামে প্রতিটি নাগরিকের সাড়ে ২৩ হাজার টাকার ঋণের বোঝা চায় না। তারা তাদের মৌলিক অধিকার চায়, দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চায়, ভোটাধিকার চায়, শিক্ষাধিকার চায়, স্বাস্থ্য নিরাপত্তা চায়। ২৩ জানুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর হোটেল মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা জেলা শাখার নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নতুনধারার রাজনীতিকরা এমন উন্নয়ন চায় না, যে উন্নয়ন জনগনের অধিকার কেড়ে ঋণী করবে বিশ্ব অর্থনীতিতে। তারা সত্যিকারের সমৃদ্ধ দেশ চায়, স্বাধীনতা চায়, বেকারত্বমুক্ত দেশ চায়। তারা সীমান্ত হত্যা, ধর্ষণ-নির্যাতন-অপরাধ-দুর্নীতির কালো থাবা থেকে বাঁচার আকুতি নিয়ে কোন মতে বাঁচার চেষ্টা করছে। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে নূর-মান্না- মেজর দেলোয়ার-কাদের মির্জাদের মত ভাইরাল নেতাদের সীমাহীন কষ্টের হাত থেকেও তারা মুক্তির জন্য নতুনধারার প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিকদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা জেলা এনডিবির যুগ্ম আহবায়ক এ্যাড. তাহেরা চৌধুরী, সদস্য বিনয় দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!