খানসামায় ৩১ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা তিন মাস যাবত স্থগিত।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলার  ৩১জন মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা তিন মাসের ও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। অনলাইন ডাটাবেজ অন্তর্ভুক্ত এসব মুক্তিযোদ্ধাদের তথ্যে সামান্য গড়মিল থাকায় সরকারের মুক্তযুদ্ধ মন্ত্রনালয় তাদের সম্মানি ভাতা স্থগিত করে।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব, মোকলেছার রহমান বলেন, অনলাইন ডাটাবেজ অন্তর্ভুক্ত তথ্যে সামান্য গড়মিল হওয়ার কারনে হত দরিদ্র বীর মুক্তি যোদ্ধাদের সম্মানি ভাতা স্থগিত আছে।

ভারতীয় মুক্তিযোদ্ধার তালিকার পরেই লাল মুক্তি বার্তার গ্যাজেটের স্থান। এর পর গ্যাজেট ২০০৫ ইং, ২০০৬ ইং সরকারের মন্ত্রনালয়  গ্যাজেটের স্থান। যে ৩১জন বীর মুক্তি যোদ্ধাদের ভাতা স্থগিত হয়ে আছে তা হলো:- ১নং আলোকঝাড়ী ইউপি’র ৬জন, ২নং ভেড়ভেড়ী ইউপি’র ৬জন, ৩নং আঙ্গারপাড়া ইউপি’র ৫জন, ৪নং খামারপাড়া ইউপি’র ৩জন, ৫নং ভাবকীর ৮জন, ৬নং গোয়ালডিহি ইউপি’র ৩জন।

এই মোট ৩১জনের সম্মানি ভাতা স্থগিত আছে। ৩১জনের মধ্যে ১জন ভারতীয় মুক্তি যোদ্ধা তালিকা ভুক্ত ১২জন লাল মুক্তি বার্তা সরকারের মন্ত্রনালয় গ্যাজেট অন্তর্ভুক্ত আছে, ৩জন সেনাবাহিনীর সদস্য অন্তর্ভুক্ত আছে। এই ১৫জন  মুক্তিযোদ্ধাগন ৩৫০ টাকার স্ট্যাম্প এ ম্বাক্ষর নিয়ে  অতি দ্রুত তাদের মধ্যে সম্মনি ভাতা দেওয়া হবে।

বাকি ১৬ জন লাল মুক্তি বার্তা গ্যাজেট, ২০০৫ ইং, ২০০৬ ইং গ্যাজেট অনুযায়ী যেকোন একটিতে নাম থাকার  বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত সম্মানি ভাতা স্থগিত থাকবে। অনলাইল ডাটাবেজে নাম, গ্রাম, তারিখ ও অন্যান্য তথ্য সামান্য ভূল ত্রুটি থাকার কারনে, পুনরায় যাচাই বাচাই করা পর্যন্ত অসহায় হতদরিদ্র  বীর মুক্তি যোদ্ধাগনের  ভাতা সাময়িক ভাবে বন্ধ আছে।

এই ১৬ জনের অনলাইন ডাটাবেজ তথ্য অতি দ্রুত যাচাই বাচাই করে  সম্মানি ভাতা দেয়া হবে বলে জানান , বীর মুক্তিযোদ্ধা কমান্ডো জনাব মোঃ মোকলেছার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!