গোপালপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিন কর্মবিরতী

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এক দেশে দুই নীতি মানিনা, মানবনা স্লোগানকে সামনে রেখে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারি কোষাগার হতে প্রাপ্তির লক্ষ্যে দাবী আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌর কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপী কর্মবিরতী শুরু করেছেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন গোপালপুর শাখার উদ্যোগে পৌর ভবনের সামনে গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উক্ত কর্মসূচি বাস্তবায়নে কর্মবিরতীর মাধ্যমে পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রাখবেন। কর্মবিরতী চলাকালী শহিদুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রনজিৎ ঘোষ, আ. রশিদ, ইকবাল রশিদ, মোফাচ্ছেল হোসেন, জাহিদুর ইসলাম, আবু হানিফ, জাহিদুল ইসলাম, মফিজুর রহমান ও আ. ছামাদ প্রমূখ। বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

 


 

 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!