গোপালপুর কলেজ ছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ে অনার্স পড়–য়া ছাত্রী কামরুন্নাহার ইতির লাশ পুন:ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বিকালে ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দীকা এবং মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। মধুপুর থানা পুলিশ জানায় ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে কামরুন্নাহার ইতির গত মে মাসে বিয়ে হয় মধুপুর উপজেলার ভট্রবাড়ী গ্রামের মেছের আলীর পুত্র আব্দুল জলিলের সাথে। বিয়ের ছয় মাস পর গত ৩০ নভেম্বর রাতে শ্বশুর বাড়ি থেকে ইতির লাশ উদ্ধার করা হয়। ইতির বাবা আব্দুল কদ্দুস মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছের সাথে লাশ ঝুলিয়ে ফাঁসির নাটক সাজানোর অভিযোগে গত ৪ ডিসেম্বর মধুপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। আসামী করা হয় ইতির স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরকে। পুলিশ ইতির লাশ ময়না তদন্তে এবং আসামীদের আটক করে জেল হাজতে পাঠানো হয়। মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্টে হত্যা নয়, ফাঁসি দিয়ে আত্মহত্যার উল্লেখ করা হয়। এমতাবস্থায় মামলার বাদী টাঙ্গাইল বিচারিক আদালতে দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন। ইতি বাবার অভিযোগ আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রভাব খাটিয়ে ময়না তদন্তের রিপোর্টে হত্যাকে আত্মহত্যা সাজিয়েছেন। তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!