ঘাটাইলে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও’র হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এতে মেয়ে সহ, মেয়ের নানী, মামা তিনজনকে পাঁচশত টাকা করে মোট এক হাজার পাঁচশত টাকা জরিমানা ও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মেয়েটি (১৫) উপজেলার দেউলাবাড়ীর এম, কে, ডি, আর গণ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, এলাকার কিছু বখাটে ছাত্ররা মেয়েটিকে প্রায় প্রত্যেকদিন বিরক্ত এবং প্রেমের প্রস্তাব দেয়। তাই মেয়ের বাবা স্কুল শিক্ষক, স্থানীয় জনপ্রনিধিদের সাথে পরামর্শ করে মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই সাথে বাল্য বিবাহ আইনে যাতে বিয়ে বন্ধ না হয়, তাই কিছুদিন পূর্বে জেলা জজ কোর্ট থেকে এফিডেফিট করে মেয়ের বয়স (১৮) করা হয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেয়ের দুলাভাইয়ের সহযোগীতায় এফিডেফিট কপিটি নির্বাহী অফিসারের নিকট পৌছানো হয়। গত বৃহস্পতিবার উপজেলার মুখ্যগাংগাইর গ্রামের গোলাপ হোসেন (৪০) এর মেয়ের সঙ্গে পার্শ্ববতী উপজেলার মোঃ সোলাইমান (২০) এর সঙ্গে বিয়ের দিন নির্ধারিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন মেয়েদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে যাই। মেয়েটির বয়স অনেক কম। তাই বাল্য বিয়ে বন্ধে বিবাহ এফিডেভিট কোন বাধা নয়।
বাল্যবিবাহ বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করেছেন ঘাটাইলের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। তিনি ঘাটাইল উপজেলার দায়িত্ব গ্রহনের পর থেকে ইতিমধ্যে প্রায় সব বাল্য বিবাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যোমে বন্ধ করেছেন এবং বর ও কনে সহ আত্মীয় স্বজনদেরও আইনের আওতায় এনে দন্ড দিয়েছেন। যার ফলে ঘাটাইল উপজেলায় বাল্য বিয়ের প্রকটতা অনেকাংশে কমে গেছে।
এর কিছুদিন আগেও এক বাল্য বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৭জনকে ১লক্ষ ৭০হাজার টাকা জরিমানা করেছিলেন। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকলের সহযোগিতা পেলে ঘাটাইলকে বাল্য বিবাহ মুক্ত করা সময়ের ব্যাপার মাত্র।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!