চাটমোহরের ভাষা সৈনিক গৌরচন্দ্র সরকারের পরলোক গমন

পাবনার চাটমোহরের ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট গৌরচন্দ্র সরকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে চাটমোহর পৌরসভার দোলং মহল্লার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মৃত সতীশ চন্দ্র সরকার।
গৌরচন্দ্র সরকারের মেঝো ছেলে প্রদ্যুত সরকার জানান, গত এক বছর ধরে শারীরিক বিভিন্ন অসুস্থ্যতা জনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাকে রাজশাহীতে নিয়ে চিকিৎসা করানো হয়।
অ্যাডভোকেট গৌরচন্দ্র সরকার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া দীর্ঘ ১২ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে চাটমোহর মহাশশ্মানে দাহ করা হবে বলে জানা গেছে।
গৌরচন্দ্র সরকারের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে গৌরচন্দ্র সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!