জনসভার অনুমতি না পেলে তাৎক্ষণিক ‘কর্মসূচি’ দেবে বিএনপি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসভার অনুমতি না দিলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তবে কি ধরনের কর্মসূচির হবে তা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। জনসভার অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে থেকে কিছু বলা যাবে না। তাৎক্ষণিক সিদ্ধান্ত হবে। তখনি জানতে পারবেন। ’

বৈঠক সূত্রে জানা যায়, সমাবেশে বিএনপি বেশ কয়েকটি দাবি উপস্থাপন করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। নির্বাচন পুনঃগঠন করতে হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম ব্যবহার করা যাবে না। এসব বিষয়ে বৈঠকে বরাবরের মতো আলোচনা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!