বিভাস কৃষ্ণ চৌধুরীর কবিতা-টাঙ্গাইলের কিছু ঐতিহ্য

 

টাঙ্গাইলের কিছু ঐতিহ্য
বিভাস কৃষ্ণ চৌধুরী (সাংবাদিক)

টাঙ্গাইলের শাড়ী,কাসা, মিষ্টি,
যেন বিধাতার অপূর্ব সৃষ্টি।
আরও আছে এখানে মৃৎ কুটির শিল্প,
শুনেছি কিছু কিছু দাদুর মুখে গল্প।

এখানে এসেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী,
একথা আমরা কে না জানি?
টাঙ্গাইলের কৃতি পি সি সরকার,
যাদুর আভায় ভরিয়ে দিত মনের যত আধাঁর।

মির্জাপুরের ছোট্ট ঘরে জন্মেছিলেন দানবীর রনদা প্রসাদ সাহা,
তাঁর সৃষ্টি ভুলবোনা যতই আসুক বাধা ।
এখানকারই কৃতি সন্তান শামসুল হক,
আওয়ামীলীগকে এগিয়ে নিবেন ছিল মনে সখ।

শুনেছি শুনেছি ভাই ওয়াজেদ আলী খান পান্নীর কথা,
করটিয়ায় এখনও আছে তার স্মৃতি গাঁথা।
৭১’ এর মহান নায়ক কৃতি সন্তান বঙ্গবীর কাদের ছিদ্দিকী বীর উত্তম,
শত শত বছর পরেও যেন পাই তার অনুভব।

সাংস্কৃতিক অঙ্গনে আছে একনিষ্ঠ ভালবাসা,
দেশ বরেণ্য শিল্পিরাও করে গেছেন আশা।
পূরণ হলো স্বপ্নের আশা মেডিকেল কলেজ ,
ঘরে ঘরে লেগেছে ভাই বসন্তের আমেজ।

আজন্ম বিশ্বস করে চলেছি পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে,
টাঙ্গাইলবাসী সুন্দর থাকুক জন্ম থেকে জন্মান্তরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!