টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি হিসেবে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ’ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। টাঙ্গাইলে ১০ জানুয়ারির কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিকাল তিনটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এরপর বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ড হতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭ টা থেকে রাত 8 টা পর্যন্ত টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম টাঙ্গাইলবাসি সকলকে সপরিবারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। এর পরপরই জেলা প্রশাসক প্রেস ব্রিফিংয়ে জানান, জেলা সদরের ঐতিহাসিক বধ্যভূমিটি সংস্কার করে আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে। দেশের ব্যতিক্রমধর্মী দৃষ্টিনন্দন এই বধ্যভূমিটি আগামী ১৩ জানুয়ারি মন্ত্রিপরিষদের সচিব, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে নিয়ে উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!