টাঙ্গাইলে জেলা প্রশাসক মানবতার কল্যানের মাধ্যমে নতুন বছরের কর্মদিবস শুরু করলেন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম নববর্ষের প্রথম দিনে প্রতিদিনের মতো অফিসে প্রবেশ করছিলেন, এ সময় দেখলেন রেকর্ড রুমের সামনে দুজন বৃদ্ধ বসে আছে।

আগ্রহ বশত এগিয়ে গিয়ে দেখেন একজন অন্ধ মহিলা সঙ্গে তার বৃদ্ধ স্বামীকে নিয়ে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করে জানতে পারেন, এই শীতের সকালে সেই মির্জাপুর থেকে নিজ জমির পর্চার জন্য এসে বসে আছেন। মহিলার নাম আন্না বেগম, স্বামী রাশেদ, গ্রামঃ ঘুগী, ডাকঘরঃ দুল্লা, উপজেলাঃ মির্জাপুর, জেলাঃ টাঙ্গাইল।

জেলা প্রশাসক মহোদয় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে জমির পর্চা ব্যবস্থা করে দেন। সেইসাথে নগদ ৫০০ টাকা ও ২টি কম্বল প্রদান করেন। বৃদ্ধ মহিলা ও তার স্বামী খুশি হয়ে জেলা প্রশাসক মহোদয়কে দোয়া করে চলে যান। এভাবেই যদি প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, মানবতার কল্যান করে তবেই মানুষ উপকৃত হবে। নববর্ষের দিনে এই হোক আমাদের অঙ্গীকার, সবাই মিলে মানুষের কল্যানে এগিয়ে আসব, রক্ষা করব মানবাধিকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!