ডিজিটাল নিরাপত্তা আইনে দায়িত্বশীল সাংবাদিকদের ভয়ের কোন কারন নেই-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করেন, তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতংকিত হওয়ার কোন কারন নেই। স্বাধীন সাংবাদিতার নামে যারা অপসাংবাদিকতা করছে, মানুষের চরিত্র হরন করছে, দেশের সার্বভৌমত্ব,ও সাম্প্রদয়িতকার উপর আঘাত করছে, তাদের দমন করার জন্যই এ আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিতা করবেন তাদের উপর এ আইন প্রয়োগ হবে না। যদি হয় তবে আমরা সাংবাদিক সমাজ এর প্রতিবাদ করবো।
টাঙ্গাইল সার্কিট হাউজে ৩০ সেপ্টেম্বর দুপুরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এ কাজ অনেক দুর এগিয়েছে। নবম ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশী ইলেক্ট্রনিক মিডিয়াও অর্ন্তভুক্ত করা হবে।
এসময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগর সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!