ত্রান দিতে ব্যর্থ হলে পদত্যাগ করব: নীলফামারীতে ত্রানমন্ত্রী

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সময় মত ত্রান দিতে না পারলে পদত্যাগ করব নীলফামারীর ডিমলায় ত্রান বিতরণ কালে ত্রান মন্ত্রী এ মন্তব্য করেন।
নীলফামারীর ডিমলার তিস্তায় নদীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।
আজ মঙ্গলবার (১৮ জুলাই)ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় দুই হাজার ৭শ ২৫জনকে ১০ কেজি চাল, নগদ টাকা ও শুকনো খাবার বিতরন করা হয়।
এ সময় তিনি বাঁধ নির্মাণের খরচ, ১ টি আশ্রয়কেন্দ্র  ও  ১টি ইন্জিন চালিত নৌকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
 এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ,নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, নীলফামারী জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এ,টি,এম আক্তারুজ্জামান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রানালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম,
আওয়ামীলীগের নীলফামারী জেলা সভাপতি দেওয়ান কামাল আহম্মদ,
(ডোমার-ডিমলা) নীলফামারী ১ আসনের সংসদ সদস্য জনাব আবতাব উদ্দিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব রেজাউল করিম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!