দেবীগঞ্জে দুই শিশু সন্তানসহ মায়ের বিষপান

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই শিশু সন্তানসহ মায়ের বিষপানের ঘটনায় মা ও এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটি মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাতে পারিবারিক কলহের জেরে উপজেলার চেংটি হাজরাডাংগা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দেয়া তথ্য মতে পারিবারিক কলহের জেরে শেওরাতলী গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী তার দুই শিশু সেতু রানী ও রাতুল চন্দ্র রায়কে আমের রসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান এবং নিজেও বিষপান করেন। বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মমতার মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দেড় বছরের ছেলে রাতুলের মৃত্যু হয়।

ছয় বছরের শিশু কন্যা সেতু রানী এখনও শংকামুক্ত নয়। সে এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম মমতা রানী ও শিশু রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথামিক ভাবে পারিবারিক কলহের কারণে বিষপানের ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!