শরীয়তপুরে বিএনপি’র গণস্বাক্ষর অভিযান ও স্মারক লিপি প্রদান

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুরপ্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, মিথ্যা ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্মারক লিপি প্রদান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
রোববার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শরীয়তপুর জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খানের নিকট এ স্মারক লিপি দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বারকলিপি প্রদান শেষে অভিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে অন্যায় ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে আর একটি ভোটার বিহীন নির্বাচন করার পায়তারা করছে। দেশের মানুষ এটা কখনো মেনে নিবে না। আমরা শান্তি চাই, কোনো সংঘাত চাই না। যে অবস্থার মধ্যে আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, মোফাজ্জল হোসেন ফকির, বিএম হারুর অর রশীদ, মোঃ ফজলুল করিম মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দুলাল খান, এ্যাড. মনিরুজ্জামান খান দীপু, মহিউদ্দিন বাদল, মাহবুব মোরশেদ টিপু মাদবর, যুব বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তারেক, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামচেল হক ঢালী, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, জিয়াউল হক জিয়া মোল্যা, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান গগন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মৃধা নজরুল কবীর, গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক ঢালী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহাদাত হোসেন, ডামুড্যা পৌরসভা বিএনপির সভাপতি আলমগীর মাদবর, ভেদরগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল গনি রাড়ী প্রমুখ। এর আগে একই দাবীতে নেতাকর্মীরা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: মনিরুজ্জামান খান দীপুর কার্যালয়ে বিএনপি নেতাকর্মীসহ ২শতাধি লোকের গণস্বাক্ষর নেন।
received_1928198984164324

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!