অশ্বিন বল হাতে নামা মানেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। তার উপর নতুন নতুন রেকর্ড তো রয়েছেই। সঙ্গে রয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের জোড়া শীর্ষস্থান। এ বার সেই অশ্বিনের নামের পাশে লেখা হল নতুন রেকর্ড। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ২৫০ উইকেটের মালিক হলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে ছিটকে যাওয়া হল উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার হাতে জমা পড়তেই বিশ্ব ক্রিকেট তথা ভারতীয় ক্রিকেটে লেখা হল নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার ডেনিস লিলিকে ছাপিয়ে দ্রুততম ২৫০ উইকেট নিজের নামের পাশে লিখে নিলেন অশ্বিন। ১৯৮১ সালের রেকর্ড ভাঙল ২০১৭তে। সেই আবার ফেব্রুয়ারি মাসেই। এই ফেব্রুয়ারি মাসেই রেকর্ড করেছিলেন লিলি।

৪৫টি টেস্ট খেলে ২৫০ উইকেট নিলেন অশ্বিন। ২৪৮টি উইকেট নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অশ্বিন। সাকিবের উইকেট নিয়ে আগেই ২৪৯এ পৌঁছে গিয়েছিলেন। রবিবার মুশফিকুরের উইকেটেই লেখা থাকল অশ্বিনের রেকর্ডের কাহিনী। ২০১৬ থেকেই সাফল্যের শুরু। অনেকটা বিরাট কোহালির সঙ্গেই। ৭২টি উইকেট নিয়ে গত বছরের সেরা বোলার তিনিই। আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ারও হয়েছিলেন ২০১৬তে। ঘরের মাঠে টেস্ট সিরিজে ৫৫টি উইকেট নিয়েছিলেন তিনি।

টেস্টে দ্রুততম ২৫০ উইকেট
নাম দেশ টেস্ট
রবি চন্দ্রন অশ্বিন ভারত ৪৫
ডেনিস লিলি অস্ট্রেলিয়া ৪৮
ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকা ৪৯
অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা ৫০
ওয়াকার ইউনিস পাকিস্তান ৫১
মুথাইয়া মুরলীধরণ শ্রীলঙ্কা ৫১

 

ম্যাচের সেরা হওয়ার তালিকায়ও ছাপিয়ে গিয়েছিলেন বীরেন্দ্র সহবাগকে। দ্রুততম ২০০ উইকেটের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনিই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার এক বছরে যাঁর দখলে এসেছে ৫০টি টেস্ট উইকেট ও ৫০০ রান। এই তালিকায় রয়েছেন কপিল দেব।